Next Page

Translate

Tuesday, January 25, 2022

Poem-Pratiksa

প্রতীক্ষা--!!!

(তাং--২৫শে জানু,২০২২)

অহর প্রহর খুঁটে খাওয়া উদর-জ্বলা বিবর্ণ দিন
রোদভাঙা পাখির ডানায় দিগন্তে পাড়ি দিলে
চিকচিক করে ওঠা নক্ষত্রের চোখে জল ঝরে--;
সন্ধ্যা ঘনায় ! শরতে সব রঙ উজাড় করে কৃষ্নচূড়া ঈশান কোণে ঘাট পুকুরে হেলান দিয়ে নিঃশ্চুপ
দাঁড়িয়ে একাকী প্রহর গোনে ; অগ্নিকোণে উঠোনে
উবুর হয়ে কামিনী-মাধবী তৃষিত মরু বুকে তোমার
পদচারণার শব্দ-গন্ধ আকিঞ্চনে আড়চোখে চেয়ে থাকে । ওদের গা ঘেঁষে শ্বেতপাথরে বসে তুলসীও
উর্ধ্বমুখে উচাটন--কি বিষম নৈঃশব্দ্য প্রহর জোড়া
উৎকর্ণতার  হাটখোলা সদর--!
আমাকে একাকী ফিরতে দেখে বুকভাঙা এক উঠোন হু-ম্-ম্ যেন ঝরে পড়ে ছড়িয়ে যায় চত্বরময়--!যেন
ঘনায়িত রাত্রির জমাট সব কালো কেঁপেকেঁপে ওঠে--
বিরামহীন ঝিঁ ঝিঁ ডাকে---- কুচি কুচি নিশিভাঙা জোনাকির সর্পিল বক্ররেখায়--!
তুমি চলে যাবার পর বসন্ত ভুলেও মাড়ায় নি এপথ।
শরত এসেই পালিয়েছে । বসিয়ে রেখে গেছে হিমানীকে । চিরকালীন জবরদখল ।যেন তোমার বিতানের ইহকাল !
সন্ধ্যা প্রদীপ জ্বেলে আমিও ওদের সঙ্গী-- চেয়ে থাকি উন্মুক্ত সদরে --!এসেই যদি না পাও সামনে--!!
যেন কতো কতো কাল --কতো হাজার বছর -- এই অপার চেয়ে থাকা--! যেন সেই অনাদি কালের হতে ছায়াসঙ্গী   এই বিষাদের সন্ধ্যা প্রদীপ জ্বেলে রাখা--!প্রতীক্ষার প্রহর গোনা ---!!!

No comments: