আমাদের সম্পর্কে :
যা, 'তা হল পরম্পরা। শাশ্বত। স্বয়ম্ভূ। ব্রম্ভান্ডের দশদিকে বিরাজমান অনন্ত প্রবহমান সাহিত্য ধারার মধ্য থেকে সমকালীন খন্ডিত জমিনে টুকরো টুকরো চালচিত্র। যা মূলতঃ খন্ডিত হয়েও সমগ্র অখন্ডে সাযুজ্য।
আর তাই দিগ্বাসের শ্বেতপত্রে 'কে প্রকাশিত' বড় কথা নয়.. 'কি প্রকাশিত' -সেটাই বড় কথা। আর সে কারণেই 'দিগ্বাস' কখনো কোনো প্রোথিত যশা.. লব্ধ প্রতিষ্ঠ'-র পিছনে দৌড়ায় না। তার পত্রে পত্রে ছত্রে ছত্রে অগ্রাধিকারের সঙ্গে পরম শ্রদ্ধায় ও আদরে স্থান করে নেয় ধীশক্তি। প্রজন্মের নিত্য-নতুন মেধা। তরুণ হলে তো প্রশ্নই নেই।
আর একারণেই শৈশবেই সে পাকাপাকি স্থান করে নিয়েছে বাঙালির মণিকোঠায়। সেহেতু বর্তমান প্রযুক্তির চাহিদা অনুসারে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্রুতগতির সাহিত্য পিপাসু আধুনিক বাঙালি পাঠকের কথা ভেবে ওয়েবসাইটে তার এই পদার্পন। রুচিশীল পাঠক, সমালোচক ও লেখক-- সকলের সঙ্গে নিবিড় সেতুবন্ধন যার অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য সাধন।
যেমন--''একই সূত্রে গাঁথিয়েছি সহস্র জীবন''।
আধুনিক সাহিত্যের আকাশে বাংলা সাহিত্য পত্রিকা হিসাবে 'দিগ্বাসের' প্রাতিষ্ঠানিক জন্ম এই সেদিন। ২০১৪, ২৫শে বৈশাখ। সুদীর্ঘ প্রতীক্ষা আর ঈপ্সার ফসল স্বরূপ জম্মলগ্নেই দেবলোকের আশীর্বাদক সে হয়ে উঠল আপামর বাঙালির স্নেহধন্য পরমপ্রাপ্তি। পরমাত্মীয়। আত্মজসম। আর তাই শৈশবেই সর্বাঙ্গে প্রাজ্ঞতার পূতস্পর্শে সে হয়ে উঠল সপ্রতিভ সমুজ্জ্বল।
আসলে দিগ্বাসের তো কোনো আদি নেই... অন্তও নেই -- অনাদি। তাই না আছে জন্ম.. না মৃত্যু।
This is the day when 'Digbus' was officially established as a Bengali literary magazine in the sky of modern literature. 2014, 25th Baishakh. As a result of a long wait and the fruit of Ipsa, he became the benefactor of the world at the time of his birth. Paramatman. Same. And so, in his childhood, he became brilliant with a touch of wisdom.
Digbus has no beginning ... no end - eternal. So there is no birth .. no death.
Which, of course, is the tradition. Eternal. Swayambhu. Fragments of contemporary fragmented land from the ever-flowing literary genre that existed around the decade of Bramband. Which is fragmented but consistent throughout the whole.
And so in Digbus's white paper, 'who is published' is not a big deal .. 'what is published' is the big deal. And that is why 'Digbus' never runs after any established fame. In his letters, Dhishakti takes place with utmost respect and affection with priority in scattering. The ever-new talent of the generation. If you are young, there is no question.
And that is why in his childhood he has taken a firm place in the jewels of Bengalis. Therefore, according to the demands of the current technology, the fast literature spread all over the world, thirsty for the modern Bengali reader, he made this step on the website. Tasteful readers, critics, and writers - close bridges with all of which are one of the goals and objectives.
Such as - "I have built a thousand lives in the same formula".
No comments:
Post a Comment