দিগ্বাস- পত্রিকার পক্ষ থেকে সকলকে জানাই ইংরেজি নববর্ষের ( 1st January 2022 ) অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলা ভাষার ঐতিহ্যকে সম্মান জানিয়ে সূচনালগ্ন থেকেই বাংলা ধ্রুপদী সাহিত্যের প্রতি সংবেদনশীল হয়ে দীর্ঘ সাত (2015-2021) বছর ধরে দিগ্বাস প্রকাশ করে চলেছে আধুনিক তরুন প্রতিভাবান কবি-সাহিত্যিকদের অভাবনীয় সাহিত্য।
চলমান সমাজের আর্থ-সামাজিক তথা রাজনৈতিক চালচিত্রে অবিশ্রান্ত ঘটমান টুকরো টুকরো প্রতিচ্ছবিই প্রতিফলিত হয় দিগ্বাসের গল্পে, তাই দিগ্বাসে প্রকাশিত প্রতিটি গল্পই যেন জীবন্ত, আর দিগ্বাসের প্রবন্ধ গুলি দেশ ও কালের সীমা অতিক্রম করে... আর তাই সেই গুলি হয়ে ওঠে অখন্ড জ্ঞানের আকর, বিশ্ব প্রকৃতি ও মানুষের সিমাবদ্ধতা, পারঙ্গমতা ইত্যাদি বিষয়ের মূর্ত ও অমূর্ত জ্ঞানান্বেষনের অক্লান্ত প্রয়াসি।
''এস দিগ্বাস অন্দরে
সাহিত্য অমৃত সুধা
পান করো প্রান ভরে।।''
সাহিত্য চর্চার ক্ষেত্রে গতানুগতিক সীমারেখার বাইরে বেরিয়ে, আধুনিক-তরুন-প্রতিভাবান কবি-লেখক-সাহিত্যিকদের লেখা প্রকাশের ক্ষেত্রে দিগ্বাস সবসময় অগ্রনী ভূমিকা পালন করেছে।
আর সেই সঙ্গে নিত্যনতুন পাঠকের সন্ধানেও দিগ্বসের টিম নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। আর তাই এই করোনা (covid-19) অতিমারীর সময়ে 'দিগ্বাস'-কে পাঠকের দোড়গোঁড়ায় পৌঁছে দিতে এই ইংরেজি নববর্ষে (2022) 'দিগ্বাস' প্রকাশিত হতে চলেছে সম্পূর্ণ ডিজিটাল ভার্সনে। ফলে লেখক-প্রকাশক-পাঠক সম্পর্ক হবে আরও কাছের। পত্রিকায় প্রকাশিত বিষয় বস্তু অনলাইন মাধ্যমে নিঃশূল্কে পৌঁছে যাবে বইপ্রেমী-সাহিত্য অনুরাগীর স্মার্টফোন বা ট্যাবের পর্দায়।
ম্যাগাজিন সম্পর্কে নিয়মিত আপডেট পেতে Like, Follow করে সঙ্গে থাকুন, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/digbusmagazine
অনলাইনে পত্রিকার গ্রাহক হতে চোখ রাখুন 👇
দিগ্বাস সাহিত্য পত্রিকা https://www.facebook.com/
digbus.webmagazine
( Digital verson).বাঙালির সর্বক্ষনের সঙ্গী দিগ্বাস।
ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করুন, নিজের পরিচিতদের মধ্যে শেয়ার করুন।
বিগত বছরগুলির ন্যায় আগামী দিনগুলিতেও লেখক-কবি-সাহিত্যিক, শিল্পী, চিন্তাবিদ সকলেই আমাদের প্রিয় বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করতে দিগ্বাসের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই কামনা করি।
শুভেচ্ছান্তে
Digbus Magazine Team.
No comments:
Post a Comment