Next Page

Translate

Friday, January 21, 2022

। কবিতা মধুকাল শব্দ যাপন । Bangla Poem Madhukal । প্রেমের কবিতা । বসন্তের কবিতা ।


 মধুকাল শব্দ যাপন ! bangla poem-Madhukal

Bangla-Poem-Madhuka
ফটোগ্রাফি, Photography,  Nature Photography.

(২৬-শে চৈত্র ১৪২৭)



শয্যায় নেই আর কোনো গন্ধ তোমার অবশিষ্ট--
ভিটে-বাটি-উঠোনে ও জেগেছিল যেটুকু অতিরিক্ত
নিদাঘ-বসন্ত নিঃশেষে সব ক'রে আত্মস্হ--
নিশ্চুপ চেয়ে আছে দূর আকাশে---!
একদা সুন্দরী স্রোতস্বিনীর মতো---;বিরহানলে পুড়ে পুড়ে
অবশেষে ডানা মেলে উড়ে গেছে মেঘেদের দেশে ।
অরণ্যে পড়ে থাকা নিশ্চল মৃত অজগর যেন
জীর্ণ-কঙ্কাল শরীর জুড়ে তার যে গন্ধ জেগে আছে
একাকিনী বিরহী কোনো দিগ্বধূ অবিচল চেয়ে থেকে
অকালে হারানো মধু-যাপনের বাসি গল্প খোঁজে--।
পৃথিবীর যোনি হ'তে অমোঘ যাপন-ক্রিয়ার যে গন্ধ
ভেসে আসে ,বহতা তপ্ত-ধারায় মিশে--থরথরিয়ে
কাঁপন তোলে নব-নব পল্লবে। বসন্ত-মালিকারা
কানে-কানে ফিসফিসিয়ে হিসেব কষে---কার কার
কাছে কতো অলি ভিড় ক'রে আছে বসে।
বারতা-বাহী ওষ্ঠ-লগ্ন সিক্তরেণু রমণ-চিহ্ন বয়ে বেড়ায় ---
রজঃস্বলা মধুকাল মধুযাপন -পরকীয়া সোহাগলিখন
ছড়ায় আকাশে বাতাসে--।
বিগত বসন্তেও ছিল পাশে গন্ধ-মাখা তোমার যাপন
ভাগ করে নেওয়া এসব উদযাপন চরাচরে ভাসমান
ফিরে ফিরে আসি আজ ও তেমনি শয্যাপ'রে
তোমার গন্ধ-মাখা অশরীরী-আত্মজ শব্দেরা ভিড় ক'রে।
মগজের ভিতর থেকে অদৃশ্য কোন পথ ধরে
বাসন্তিক নদীর মতো অসাড় পরে থাকা শরীর জুড়ে
রাতভর ঘুমনাশা দুচোখের পাতায় জেগে থাকে---
হায়! আমার প্রিয়তম --মধুকাল শব্দ যাপন!!!


আরও পড়ুন...

No comments: