Next Page

Translate

Monday, September 30, 2019

Autobiography-of-Digbus | দিগ্বাসের আত্মকথা।

"দিগ্বাস"-র আত্মকথা" :

সম্পাদকীয় :

Digbus-Magazine-Cover

দশক অধিক পূর্বে প্রগতি সাহিত্য সমাজ-র মুখপত্র হিসাবে প্রগতির আত্মপ্রকাশ ঘটেছিল। কিন্তু যথাযথ পরিচর্যার অভাবে বলতে গেলে শৈশবেই তার অকাল প্রয়াত ঘটে- মুখ থুবড়ে পড়ে মাটিতে। কিন্তু বীজ বুঝি অবিনাশী আত্মার মতো। তাই অনুকূল পরিবেশ পেলেই নতুন কলেবরে নতুন করে প্রকাশের প্রয়াস পায়। দিগ্বাসের মধ্য দিয়েই প্রগতির আত্মকথন অনিবার্য হয়ে ওঠে।
অত্যাধুনিক আজকের সমাজের ভীষণ ভয়ঙ্কর জটিল ঘূর্ণাবর্তে পড়ে মানুষ অনেকাংশে আত্মকেন্দ্রিক। আর তাই অসহায়-বিপন্ন-দিসেহারা বলাই বাহুল্য। মানুষের এই অসহায়তা থেকে মুক্তি দিতে পারে কেবলমাত্র সুস্থ সংস্কৃতি বোধ। কিন্তু আজকের এই হলাহলপূর্ণ চলমান আর্থসামাজিক তথা রাজনৈতিক জীবনে তার বড়ই অভাব। লুপ্তপ্রায় প্রাণীর মতো। দিকে দিকে শুধু হিংসা-অপসংস্কৃতি।
তাই দেখা যায় আজকের সংস্কৃতির প্রায় সকল মাধ্যমগুলিতেই পাশ্চাত্যের নেতিবাচক বিধ্বংসী প্রভাব। নগরকেন্দ্রিক সংস্কৃতির প্রতিষ্ঠিত প্রখ্যাত পত্রিকাগুলি থেকে অডিও ভিজুয়াল অভিঘাতে জর্জরিত আমাদের দেশীয় সুস্থ-সংস্কৃতি বোধ। সেখানে প্রবল আদিরসাত্মক বিঞ্জাপন থেকে ছোট-বড় পর্দার চলচিত্রের ক্লিপিং-টি.আর.পি বাড়ানোর মধ্য দিয়ে (অত্যুগ্র নগ্ন নারী শরীরীর কামাল প্রকাশ) অভিনব দৃশ্য কৌশলীয় মেধায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। দুভার্গ্যবশতঃ যা আমরা বুঝেও বুঝতে পারছিনা। আর তারই ফলস্বরূপ- দেশের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ যে নারীশক্তি-মাতৃশক্তি দিকে দিকে সবচেয়ে বেশি আক্রান্ত। বিগত শতাব্দীর শ্রেষ্ঠ দুই মনীষা রামমোহন-বিদ্যাসাগর নিশ্চয়ই এই উদ্দেশ্যে পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে মেলবন্ধনে উদ্দোগী হয় নি।
তাই 'দিগ্বাস'-র প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা হল-
দেশের চিরন্তন ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির মূলধারায় প্রত্যাবর্তন করতঃ ভারতীয় নারীশক্তির যথাযথ পালন ও প্রকাশ-প্রয়াস। যেহেতু সুসন্তান ব্যাতিরেকে কখনো কোনো জাতি বা দেশ সঠিক ভাবে গঠিত হয় না।
মূলতঃ শুধুমাত্র নগরকেন্দ্রিক না হয়ে বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রতিশ্রুতিবান ধীশক্তির যথাযথ অনুসন্ধান ও প্রকাশ।
নগরের সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংস্কৃতিবান মানুষের কথা-কহিনি-র মধ্য দিয়ে গ্রাম্য সংস্কৃতিকে তুলে ধরা ও ছড়িয়ে দেওয়া বিশ্বময়।
'দিগ্বাস'-র কথিত এইসব প্রতিশ্রুতি ও কর্তব্য যথাযথ নিষ্ঠার সঙ্গে পালনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানবতাবাদী মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা প্রার্থনা করি- যাতে তার আর অকাল প্রয়াণ না ঘটে।
ক্রমশঃ

                                                                                                                                                                 সম্পাদক
                                                                                                                                                                   দিগ্বাস

No comments: