Next Page

Translate

Tuesday, January 25, 2022

Poem-Premer-ekal-sekal

প্রেমের একাল-- সেকাল--! (কবিতা যখন কথা হলো--)

দিগ্বাস-কবিতা-প্রেমের-একাল-সেকাল




 এ কোন্ প্রেম আজ গলে গলে পড়ে--

মুষ্ঠিবদ্ধ রঙিন আলোর ক্যানভাসে রামধনু কাঁচ-পর্দায়--একুশ শতকের কি বিষম এই অত্যাশ্চর্য
উপহারে--; নিঁদছুট মধ্যরাত টপকানো ঘনায়িত নষ্ট প্রেম আর আঁঠালো অন্ধকার একাকার--!
সে কোন্ দূর পারের নগ্ন-শরীর যাচনার--?
সাতপাকের শয্যাসঙ্গী একপাশে বিছানার--যেন বহুদূরে--আকুল অবসাদে ক্লান্ত যেন তার পাথর শরীরে নিঃশ্চুপ নিঃশ্বাসে গোনে অপেক্ষার অহর-প্রহর--!                                  ‌ ‌             
রসনাসিক্ত যৌনকাতর অনাদৃত প্রেম কোন্ ছবি আঁকে--লিপ্সার লালায়িত অপলক চোখ খোঁজে কাকে--বিকৃত কামনায় পচাগলা নর্দমায় কোন্ অঙ্গ যাচে-- সুখশয্যা অবহেলে নিভৃত শান্তি-নীড় স্বহস্তে মুছে--???
না--- কবিতা হয়ে যাচ্ছে--;
কথা ছিলো-- কথা হ'বে --;কাব্য নয়--‌।
তবে এসো খানিক মিডিয়ায়--হট্স্-এ্যপ ম্যাসেঞ্জার সৌখিন কাঁচপর্দায়-- যৌনতাড়িত বিকৃত-প্রেম --- যখন ঘুম খেয়ে রাতভর উঠে আসে বিছানায়--!!
(---এই বুকের ও-দুটো দেখাও
---বেশ, তুমিও নীচের টা খুলে আলো জ্বালাও
---এই তো দিলাম--- চলবে তো তোমার
---খুউব--এবার সবটা খোলো সোনা আমার---)
আলোকপাতের দু'পারে দুটো নগ্ন মানব শরীর যেন
পাশেই ইউ-টিউবে দাঁড়িয়ে থাকা বন্য-প্রাণীর--
উন্মত্ত রিরংসার কুৎসিত ক্ষুধার উন্মুক্ত বিনিময় একাকার--!!!
মনে পড়ে যায়--!
"মোঘলে আজম"দরবারি কানাড়ায়
অমৃত সুরের মূর্ছনা ঝরে পড়ে আঙিনায়--!
"পেয়ার ক্যায়া তো ডরনা ক্যায়া--ছুপ ছুপকে
মরনা ক্যায়া---"আনারকলির অমোঘ উচ্চারণে
উৎসর্গিত জীবন-প্রেম যখন দাঁড় করায়-- নিষ্ঠুর মৃত্যুর দরজায়----!!
আকবরের রাজসভার পশ্চাতে অদূরে মালঞ্চ
লতা-বিতানে নক্ষত্র খচিত সুবেশী রূপসী আনারকলি দিবাবসানে--শায়িত পুস্প-শয্যায়--
অর্ধনিমীলিত নেত্রে অখণ্ড-প্রেম-সায়রে নিমগ্নতায়
নিমজ্জিত--! তার চন্দ্রকান্তা মুখো'পরি প্রসারিত সেলিমের করতলে সুগন্ধি গোলাপের স্নিগ্ধ প্রলেপন--!
রাতের আকাশ উজাড় করে ঢালে রূপোলি স্নিগ্ধ-মেদুর-জ্যোৎস্নী--; অট্টালিকা গবাক্ষ-পথে তানসেনের ঐশী বৈভব-- ; স্বর্ণ-কন্ঠ-নির্গত রাগ মেঘমল্লার--! সুরের স্রোতস্বিনী জাহ্নবী ভেসে চলে
সঙ্গমে--!অনির্বচনীয় কোন অমোঘ আনন্দলোকে !
ভাসমান পরদেশী মেঘ দাঁড়ায় থমকে--! গুরু-গুরু
ডম্বরু ডাকে  যেন নৃত্যের অশনি ঝিলিক খেলে
অঝোরে বৃষ্টি ঝরে--আর আনারকলির আঁখিপাতে
অশ্রু গড়িয়ে পড়ে--!
সুনির্মল বিশুদ্ধতায় অবগাহন--!মানবী-প্রকৃতি প্রেমে একাকার মহামিলন--!!!
পৌরাণিক ইতিহাসের পাতা থেকে উঠে আসে 
রাধা-কৃষ্ণ ! লতা-বিতান আড়ালে নিস্পলক নিঃশ্চুপ অবলোকন--!
এমনি রাত পার হয়ে যায়---
উষসী আলোর ছোঁয়ায় বিতানে মুখরিত কূজন
নিঃশ্চল পক্ষীকুল দ্যাখে--"রাধিকা-আনারকলি--
কৃষ্ণ-সেলিম" !!
ইতিহাসের অমর প্রেমের বিবর্তিত রূপ--অঙ্গে
অঙ্গে সমাহৃত ক'রি--!!!


No comments: