Next Page

Translate

Wednesday, January 26, 2022

Poetry-Aaj- ekon-a-Kabya-din

Poetry-Aaj- ekon-a-Kabya-din


আজ একোন অ-কাব্য দিন!!!

আর কাব্য না---সে কাব্য-কবিতা গাঁথা কোথা আর!
অমোঘ কাব্য-কায়া মরে গেছে বহু দিন---বহুবার ;
লাশকাটা ঘর হতে কাটাছেঁড়া দুর্গন্ধ পচা-গলা
শব্দ-শব তার---দুহাতে ছাপ করে এই আমরা ক'জন
প্রাতিষ্ঠানিক--কোনোমতে টিকে আছি আর--
ফেসবুক-টুইটারে কখনো হোয়াটসঅ্যাপ-ম্যাসেঞ্জারে
নয়তো ছয়লাপ চ্যানেলে অজস্র অপলাপ অপপ্রচারে
অবোধশিশু হাতে ধরিয়ে দিয়েছে চুষোকাঠি অন্তহীন
অন্তর্বর্তীকালীন অবকাশে নতুন কোনো ছলনার জাল
বোনায় ডুবে আছে যারা রাতদিন-নিশিদিন ।
এভাবে শিশু ভোলানো খেলা আর কত-কত-দিন!!
দুগ্ধ-পোষ্য শিশু খিদের জ্বালা ভুলবে কি করে--
বুভুক্ষুতার যন্ত্রণা গিলতে গিলতে বিকট চিৎকারে
একসময় চুষোকাঠি ফেলে দেবে ছুঁড়ে---!
মৃত্যু-মুহুর্তে মুষ্ঠিবদ্ধ দু'হাত আকাশে তুলে 
শোনাবে তোমায় অন্তহীন মৃত্যুর গান!
সহস্র বছর ধরে যে পাপ জমা হয়ে আছে দিনে রাতে
দিতে হবে কৈফিয়ত সব হিসেব হবে চুকাতে।
বর্ষিত মাথার উপর জেগে থাকা যত অভিশাপ      
নেমে হবে ছারখার---শুধু মৃত্যুর হাহাকার-ধ্বংসস্তুপ ।
কান পেতে শোনো  অই অষ্টা-দশী পড়ুয়া কিশোরী
কন্যা তোমার--অন্ধকারে মেলেছে গা কি বিষম
পাপের শিকার!বাহাত্তুরে বন্ধু চেয়ে রাতভর উলঙ্গিনী
প্রহস্ত রোজগার---!
এইসব জীবন্মৃত অহরাত্র ওষ্ঠাগত প্রাণের সমবেত উচ্চারণ

--অচিরেই চূর্ণ করে দেবে তোমার সকল শিরস্ত্রাণ !!! 

No comments: