Next Page

Translate

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

Introduction-of-Editor । Digbus-Magazine

কবি ও সাহিত্যিক তথা ' দিগ্বাস ' পত্রিকার সম্পাদক '' প্রবীর তা "।

    একুশ শতকে বাংলার কাব্যাকাশে এক অসাধরণ প্রতিভার অত্যুজ্জ্বল জোতিস্কের ন্যায় সহসা আবির্ভূত হলঃ কবি প্রবীরের'-র কাব্যগ্রন্থ 'তোমাকে খুঁজছি প্রিয়তম'' -র প্রথম খন্ড।

    মাত্র বারো বছর বয়স থেকেই বাংলা কাব্যে গভীর আসক্তি আর চোদ্দ বছর বয়স থেকেই বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় তার বিক্ষিপ্ত প্রকাশ ঘটে- যা আঞ্চলিক স্তরে বহু পুরস্কারে ভূষিত। কবির উদাসীনতায় বহু কবিতারই আজ অবলুপ্তি ঘটেছে। যত্রতত্র বন্ধু-বান্ধবের খাতায় স্কুল-কলেজ ম্যগাজিনে, স্মারক গ্রন্থে বিভিন্ন পরিচিতের নামে লেখা সে সব অমূল্য কবিতার উদ্ধার এখন উদার সহযোগিতা ছাড়া দুস্কর। কবি মূলতঃ নিজেকে কবিতার আশ্রয়েই পালিত করেন।
    তথাপি গদ্য লেখাতেও তার অনায়াস শৈল্পিক বিন্যাস পাঠককূলকে বিমোহিত করে রাখে। প্রায় শতাধিক ছোটগল্প, প্রবন্ধ, ও উপন্যাসে তার গভীর প্রজ্ঞার বিচ্ছুরণ লক্ষ্য করে আমরা মুগ্ধ না হয়ে পারি না।

    পূর্ববর্ধমানের এক অখ্যাত পল্লি দেওয়ানিয়া (Dewani) গ্রাম কবির জন্মভিটে। বছরের অধিকাংশ দিনে সেখানেই তার বাস। ১৯৮৪ সালে কালনা কলেজ থেকে স্নাতক।
বর্তমানে দিগ্বাস পত্রিকার সম্পাদক।
তাঁর অনন্য গ্রন্থগুলির মধ্যে ''তোমাকে খুঁজছি প্রিয়তম, অর্হণা পূনশ্চঃ, ঝরাপাতার দিনলিপি, উত্তরণ, তিন দশকের গপ্পো কথা, মো সাহেব বৃত্তঃ, মেদিনি, নির্বাচিত প্রবন্ধ সমগ্র, নির্বাচিত একশটি কবিতা ইত্যাদি উল্লেখযোগ্য।
                                                                                                                       --প্রকাশক।
                                                                                                                Pragati Digital House.

কোন মন্তব্য নেই: